1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত দ্বদ্বে সৎ ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২১ শে জুলাইকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরে তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৮ম বর্ষপুর্তি পালিত দুমকি উপজেলায়, অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত *কয়েকশ’ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ আমতলিতে ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু শ্রীমঙ্গল বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে লালচান চা-বাগান চ্যাম্পিয়ন দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান: একজনকে ১০ দিনের কারাদণ্ড ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনিতে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে জেলা পুলিশ লাইনস্ এ বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত দ্বদ্বে সৎ ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মোস্তাকিম রহমান,
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বদ্বে বিরোধের জেরে ছোট সৎ ভাই আনোয়ারুল ইসলাম শ্যামলের (২৭) কোদালের কোপে বড়ভাই সামসুল হুদা (৪২) নিহত হয়েছে।এঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক ভাই।

শনিবার (০৮ জুন) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে, গেবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।

এদিকে শুক্রবার (৭ জুন) রাতে বগুড়ার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সামছুলের মৃত্যু হয়।

এর আগে গত ৫ জুন বিকেল ৩ টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত শামসুল হুদা তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।

অভিযুক্ত আনোয়ারুল ইসলাম শ্যামল (২৭) তারা একে অপরের সৎ ভাই।

পুলিশ, নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের হাফিজার রহমানের দুই স্ত্রী। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বড় স্ত্রীর সন্তান সামছুল হুদা ও শাহীন এবং ছোট স্ত্রীর সন্তান অভিযুক্ত আনোয়ারুল ইসলাম। তাদের এই বিমাতা ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল।

এর মধ্যেই গত ৫ জুন বিকেলে নিহত সামছুল ও তার ছোট ভাই শাহীন মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে অভিযুক্ত আনোয়ারুল ইসলামের বাড়ির সামনে সেই জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর একপর্যায়ে অভিযুক্ত আনোয়ারুল কোদাল দিয়ে সামছুল হুদার মাথায় চোট দেয়। এতে রক্তাক্ত হয়ে গুরুত্বর আহত হয় সামছুল হুদা। এ সময় তাকে আগাতে গেলে তার মাথাতেও কোদালের চোট দিলে গুরুত্বর আহত হয় ছোট ভাই শাহীনও।

পরে স্থানীয়রা উভয়কে উদ্ধার করে তাদেরকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উভয়কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তাদের মধ্যে সামছুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসা সংশ্লিষ্টরা।কিন্তু শজীমেকে আইসিইউ সংকট থাকায় মূমুর্ষু সামছুলকে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে পরিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া গুরুত্বর আহত ছোট ভাই শাহীন সেদিন থেকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, তালুককানুপুরে বিমাতা ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত আনোয়ারুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি