মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এবং নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
অপর দিকে দুপুরে একই সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি।
সভায় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি বলেন, আমাদের সবাইকে জন প্রতিনিধি হিসেবে নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নে ভুমিকা রাখতে হবে। কালীগঞ্জে উৎস কর বৃদ্ধির ফলে রাজস্ব আদায় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সংসদের কথা বলার পর উৎস কর কমানো হয়েছে। কালীগঞ্জ থানাকে একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তুলতে হবে এবং আইন শৃঙ্খলার অবনতিরোধে পুলিশের টহল জোরদার করতে হবে।
সভায় অন্যান্যের মাঝে পৌর মেয়র এসএম রবীন হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান গাজী সারোয়ার হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান মো. মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।