উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট নামক স্থান থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ ট্রাফিক পুলিশ মান্দা ফেরিঘাট নামক স্থানে একটি মোটরসাইকেল আরোহীকে সিগনাল দিলে মোটরসাইকেল আরোহী ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্ঠা করার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি থেকে কয়েকটি ফেনসিডিলের বোতল মাটিতে পড়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল রেখে মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। মোটরসাইকেলের ভিতরে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে মান্দা থানার পুলিশের হেফাজতে দেয় নওগাঁ ট্রাফিক পুলিশ।