আজ ৯ই জুন সোমবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়ী হওয়ায় , দাঁতন দুই ব্লকে তৃণমূল কর্মীরা বিজয় মিছিল করেন, সবুজ আবির মেখে ও বাজনা সহকারে,
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের, সবড়াতে ব্লক সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে বিজয় মিছিল করা হয়। মিছিলে বহু তৃণমূল সদস্যরা যোগদান করেন এবং পায়ে পা মেলান, একে অপরকে আবির মাখিয়ে এই বিজয় মিছিল সবুজে সবুজকিত হয়।।সারা সবড়া অঞ্চল পরিক্রমা করে।
ব্লক সভাপতির পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন ,দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, একে অপরকে আবির মাখিয়ে উল্লাসে মেতে উঠেন কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা,
দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী বলেন, বিজয় সাধারণ মানুষের জয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়লাভ করায় আজ আমাদের বিজয় মিছিল, এই বিজয় মিছিল থেকেই ব্লক সভাপতি বলেন, বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান, অঞ্চল মেতে উঠে একটি অন্যরূপে অন্য আনন্দে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।
আজ ৯ই জুন সোমবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়ী হওয়ায় , দাঁতন দুই ব্লকে তৃণমূল কর্মীরা বিজয় মিছিল করেন, সবুজ আবির মেখে ও বাজনা সহকারে,
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই ব্লকের, সবড়াতে ব্লক সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে বিজয় মিছিল করা হয়। মিছিলে বহু তৃণমূল সদস্যরা যোগদান করেন এবং পায়ে পা মেলান, একে অপরকে আবির মাখিয়ে এই বিজয় মিছিল সবুজে সবুজকিত হয়।।সারা সবড়া অঞ্চল পরিক্রমা করে।
ব্লক সভাপতির পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন ,দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, একে অপরকে আবির মাখিয়ে উল্লাসে মেতে উঠেন কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা,
দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী বলেন, বিজয় সাধারণ মানুষের জয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়লাভ করায় আজ আমাদের বিজয় মিছিল, এই বিজয় মিছিল থেকেই ব্লক সভাপতি বলেন, বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান, অঞ্চল মেতে উঠে একটি অন্যরূপে অন্য আনন্দে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।