মো: মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের টঙ্গীতে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নতুন বাজার এলাকায় এ মানববন্ধন করেন কারিতাস প্রকল্প। মানববন্ধনে ভেজালমুক্ত খাদ্যের দাবী জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ভেজাল বিরোধী শ্লোগান লেখা ফেস্টুন, ক্যাপ পরিধান করেন। মানববন্ধনে শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ, উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন বুলবুল, কারিতাস উদ্যম প্রকল্পের শফিকুল ইসলাম, মো, দিলদার হোসেন, রুপা রায়। মানববন্ধন শেষে সভায় বক্তারা বলেন যে, সুস্থ্য জীবন যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নাই। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার জন্য আহবান করেন। সব শ্রেণীর মানুষের লোভ ত্যাগ এবং ব্যবসায়ীদের ভালো মানসিকতাই পারে খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে। ভেজাল খাদ্যের কারণে মানুষ ছাডাও জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সবার দাবী একটাই ভেজালমুক্ত খাদ্য চাই।