জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ মাগরিবের
নামাজের পর আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস
উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চতরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১ - এর তও্ববধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই
গ্রেফতার হয়েছিলেন বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত দোয়া করেন ক্বারী মোঃ আবুল কাসেম।
সভাপতিত্বে করেন প্রস্তাবিত ছাত্র লীগের নেতা মাহবুব হাসান জয়,
সঞ্চালন করেন ছাত্র লীগের নেতা দেলোয়ার হোসেন সুমন,
প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, সাবেক যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন ভদ্র, আওয়ামী লীগের নেতা রাশিদ, কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, সেচ্চাসেবক লীগের আহবায়ক আফতাব উদ্দিন তুহিন, সাবেক যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম, শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ফকির কাজল, সাবেক ছাত্র লীগ নেতা মাসুদ, ছাত্র লীগ নেতা সোহাগ, পৌর কৃষকলীগের যুগ্ন সম্পাদক আকরাম হোসেন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।