জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার জেলার রামু থানাধীন ফতেকারকুল ইউপিস্থ রামু চৌমুহনী চত্বর এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ১১ জুন ২০২৪ তারিখ সকাল ১২.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকায় র্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেয়ে কতিপয় মাদক কারবারী দৌড়ে পালায়নের চেষ্টাকালে অংসি মং (৩০), পিতা- মামাশে, সাং- সোনাছড়ি, লামাপাড়া ওয়ার্ড নং-০৫, নাইক্ষংছড়ি ইউপি থানা- নাইক্ষংছড়ি, জেলা- বান্দরবান‘কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১,৫৩৫ (এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
৩। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বিভিন্ন কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখতো। যা পরবর্তীতে অত্যন্ত কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানায়।
৪। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে