মিজানুর রহমান,জেলা প্রতিনিধি বগুড়াঃ-
বগুড়া শিবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ( সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ জুন) সকালে হাফিজার রহমান অডিটরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের আয়োজনে ও এমসিএইচ- সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যাবস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পরিবার পরিকল্পনার উপ- পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন সভাপতি ও ওজিএসবি বগুড়া জেলা শাখার সহযোগী অধ্যাপক ডাঃ রাজিয়া সুলতানা, সিসি পরিবার পরিকল্পনা জেলা শাখার সহকারী পরিচালক শামসুজ্জামান, মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ( গাইনি) ডাঃ মাফরুহা জাহান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ফকির প্রমূখ।