আজ ১১ ই জুন মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায় লেক মলের স্মার্ট বাজারে, অভিনেতা নীল ভট্টাচার্য্য এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য জামাইষষ্ঠী উদযাপন করলেন,
যেখানে তারা সেরা জামাই ,সেরা শাশুড়ি প্রতিযোগিতার ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ,তাদের সাথে দেখা করলেন ও মুগ্ধ হলেন।
এই এনার্জি টি জুটি স্মার্ট বাজার তাদের শপিং প্রি শোকেস করে একটি মজার ভিডিও তৈরি করেছেন, পরের সুবিধার কথা তুলে ধরেছেন।
স্মার্ট বাজার জামাইষষ্ঠীর কেনাকাটা এবং উপহারের জন্য বিশাল কালেকশন সহ একটি ওয়ান স্টপ গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
স্মর্ট বাজার দ্বারা আয়োজিত, সেরা জামাই ,সেরা শাশুড়ি প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ করেছিলেন, যা অনেকের কাছেই ষষ্ঠীর আরো বিশেষ উপলক্ষ্য করে তুলেছে। শুধু তাই নয় জামাইষষ্ঠী উপলক্ষে এরকম একটি প্রতিযোগিতা হওয়ায়, যাহারা এই প্রতিযোগিতায় বিভিন্নভাবে জয়ী হয়েছেন, তারা একদিকে যেমন আনন্দিত ও খুশি, তেমনি তাহারা জানান জামাইষষ্ঠী উপলক্ষে এরকম একটি প্রতিযোগিতা তুলে ধরায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এর জন্য মাঠ বাজার কে অশেষ ধন্যবাদ, বেশ কয়েকটি খেলার মধ্য দিয়ে প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান বেছে নেন এবং বেশ কিছুকে সান্তনা পুরস্কার দেন। এবং বিজয়ীদের এক বছরের একটি করে কুপন হাতে তুলে দেন,
মিডিয়ার সাথে কথা বলার সময় অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন , স্মার্ট বাজারে জামাইষষ্ঠী উদযাপন করার সময় আমরা দুর্দান্ত সময় কাটিয়েছি, আপনার যা প্রয়োজন তা তাদের কাছে রয়েছে।, এবং সেরা জামাই ,সেরা শাশুড়ি প্রতিযোগিতার উৎসবটি আরো প্রাণবন্ত করেছে। আমরা বিজয়ীদের জন্য আনন্দিত এবং স্মার্টবাজারের আপ্যায়নে মুগ্ধ, অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য কে দেখার জন্য লেকমলে আগত ক্রেতা দর্শকেরা ভীর জমিয়ে ছিলেন।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা