এনামুল হক :- স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালভার্ট ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ জুন বুধবার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩ লক্ষ ১৭ হাজার ৯৫১ টাকা ব্যয়ের ১৫ মিটার কালভার্ট সেতুর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। একই সময়ে স্কুল ও কলেজ প্রাঙ্গনে একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন প্রকার শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সদস্য মনির হোসেন ভুইয়া, শামীমা সুলতানা উমা, সামাজিক সংগঠন একতা ব্লাড ও সামাজিক সংস্থার সভাপতি এস এম জামান, সাধারণ সম্পাদক গোলাম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজীব, প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম ও উপদেষ্টা সোহেল মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লা, ভুলতা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ওমর ফারুকসহ আরো অনেকে।