আজ ১২ ই জুন বুধবার, ঠিক দুপুর বারোটায়, ৬২ পল্লী ক্লাবের সামনে, ২৯ জোড়া বর ও কনে নিয়ে জামাইষষ্ঠী পালন করলেন এবং শ্বশুর বেসে ছিলেন মদন মিত্র,
পশ্চিমবঙ্গের লোকসভায় তৃণমূল ২৯ , আর আজ ২৯ জোড়া বর কনে নিয়ে বাঙালির বড় উৎসব জামাইষষ্ঠী পালন করলেন। হরিশ মুখার্জী রোডে ৬২ পল্লী ক্লাবের সম্মুখে, পুরোদস্তুর শশুরের ভূমিকায় পোশাকে থাকা মদন মিত্র সবার হাতে ধুতি, পাঞ্জাবি ও শাড়ি তুলে দিলেন শুধু তাই নয় তাদের পাতে মিষ্টি ও দই পরিবেশন করলেন।
এই উপলক্ষে একটু ট্র্যাগ লাইন ব্যবহার করেছেন, এসো মোদি দেখে যাও ,বাংলার কালচার বুঝে নাও। আমরা শুধু রাজনীতি করি না , আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, অসহায় পরিবারকে উৎসাহিত করি।
যে সকল বাড়িতে জামাই মেয়েদের কে ডেকে জামাইষষ্ঠী করার সামর্থ্য নাই সেই সকল বাড়ির জামাই মেয়েদেরকে আজকে ডেকে, যথারীতি রীতি মেনে, ধুতি-পাঞ্জাবি পড়িয়ে জামা এর বেশে আজ এই উৎসব পালন করলেন, বাজনা বাদ্যি থেকে খাওয়া-দাওয়া কোন কিছুই বাদ ছিল না আজকের অনুষ্ঠানে। মাছ মাংস দই মিষ্টি আম ভাজাভুজি যা কিছু নিয়ম মেনে তারা আজকে জামাই ও মেয়েদের খাওয়ালে,
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার প্রিয় মানুষ কামারহাটির বিধায়ক মদন মিত্র , উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি, কাউন্সিলর সন্দীপ বক্সী, বাবুন ব্যানার্জি সহ অন্যান্যরা,
এরকম একটি উৎসব করায় সকলে খুশি ও আনন্দিত, এবং ঝন্টু বাবুর এরকম একটি উদ্যোগকে, এলাকাবাসী স্বাগত জানিয়েছেন, বলেন আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে, আমাদের কি আমন্ত্রিত করায় আমরা খুশি ও আনন্দিত। তবে শুধু বাঙালিদের জন্যই এই উৎসব করেনি। আজকে বর ও কনে বেশে উপস্থিত ছিলেন সব ধর্মের ছেলে মেয়ে, হিন্দু মুসলিম কোন ভেদাভেদ ছিল না, সব ধর্মের মানুষরাই উপস্থিত ছিলেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা