মো:মিরাজুল ইসলাম মিরাজ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর শিবচর উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রান্তিক চাষিদের মাঝে ৩ হাজার দেশি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ১১ ঘটিকায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রত্যেককে ৫ টি করে ৬’শ চাষিদের মাঝে মোট ৩ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া।
শিবচর উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার) ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।
এসময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগণ।