1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিকল্প ভাবনা'র উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ম্যাটসের নাম পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, নাম দিয়েছে শিক্ষার্থীরা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার-১, রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির শাহজাদপুরে বিএনপি’র কান্ডারী ও অভিভাবক ড. এম এ মুহিতকে সামনে রেখে কর্মী হয়ে বিএনপি’র নেতাকর্মীদের সেবা করতে চাই নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু দুর্ভিক্ষে মানুষ কচু ঘেচু আটার ঝাউ তৈরী করে খেয়েছেঃ আবু বক্কার রঞ্জু বান্দরবান সুয়ালক ইউনিয়নের তুলাতলী এলাকায় আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর কতৃক চাঁদাদাবী ও কাজে বাঁধাদানের প্রতিবাদে মানববন্ধন শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

বিকল্প ভাবনা’র উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

স্বেচ্ছাসেবী সংগঠন বিকল্প ভাবনার আয়োজনে
মৌসুমী ফল উৎসব, চিত্রাংকন ১৪৩১ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় ১২ জুন ২০২৪ বিকেলে সংগঠন কার্যালয় প্রাঙ্গনে বিশিষ্ঠ শিক্ষাবিদ ও নারীনেত্রী লুৎফুন নাহার খুকুমণি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্নাঢ্য ফল উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বানু।ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো.গণি মিয়া বাবুল এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার এর চেয়ারম্যান, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও নজরুল গবেষক মুহাম্মদ আতা উল্লাহ খান,। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল ভট্রাচার্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও সংস্কৃতজন সৈয়দ আনিসুর রহমান, ফল উৎসবের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন বিকল্প ভাবনার নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট দেব দুলাল, জাপান নাগরিক মুকুল রায়হান ও মিসেস মুকুল,যুব সংগঠক রফিকুল ইসলাম রুবেল নিউস রিলস সম্পাদক নুরুল হকসহ,আলভি রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, শিশুদেরকে দেশীয় ফল খাওয়ার প্রতি উৎসাহিত করতে হবে। দেশপ্রেম শেখাতে হবে। ষড়ঝৃতু ও দেশজ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। দেশীয় ফল খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু প্রয়োজনীয় সচেতনতার অভাবে অনেকেরই ধারণা বিদেশী ফলের পুষ্টিগুণ বেশি, কিন্তু বিদেশী ফল থেকে আমাদের দেশীয় ফল অধিক পুষ্টিসমৃদ্ধ। বাংলাদেশে ঋতু অনুযায়ী যেসব মৌসুমী ফল পাওয়া যায় সেগুলো আমাদের জন্যে আশির্বাদ। মৌসুমী ফল খেলে মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নানা শারীরিক সমস্যায় প্রতিরোধে দেশীয় ফল প্রতিষেধক হিসেবে কাজ করে। দেশীয় ফলে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন প্রভৃতি খাদ্য উপাদান রয়েছে। সুস্থ থাকার জন্যে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
ছাত্র-ছাত্রীরা সরাসরি নানান মৌসুমী ফল দেখে দেখে চিত্রাংকন করেন।এই ব্যতিক্রমী উদ্যোগের সবাই ভূয়সী প্রশংসা করেন।সবাই একসাথে মৌসুমী ফল আম,জাম,লিচু,কলা,কাঠালসহ প্রায় বিভিন্ন প্রকার ফল উপভোগ করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন নিজকে জানো সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক পারহান উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি