১৩-০৬-২০২৪
পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মারুফ হোসেন মিতুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মারুফ হোসেন মিতুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন আসকরপুর সরদহ গ্রামের মোঃ মোতাহার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।