সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুরের তালগাছী করতোয়া ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যাক্ষ জনাব তানজিলা রহমান দিবা স্যারের বাবা ও জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম - ৬৭
( ৬ সিরাজগঞ্জ) এমপি সাহেবের চাচা শাহজাদপুর সরকারী কলেজের সাবেক ডেমোনেস্ট্রেটর জনাব .ডা: মো: লুৎফর রহমান স্যার গত ১৩/০৬/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার সকাল বেলা আনুমানিক প্রায় এগারোটা ৩০ মিনিটে বারধক্য জনিত কারণে দুনিয়া থেকে চির বিধায় নিলেন। সকলে পড়ি ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহী রাজিউন। স্যারের এ মৃত্যুতে তালগাছী করতোয়া ডিগ্রি কলেজ সহ গোটা শাহজাদপুর উপজেলাবাসী শোকাহত। সেই সাথে স্যারের পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তাওফিক মহান আল্লাহ তায়ালা দান করুক। পরিশেষে মরহুমের রুহের আত্নার মাগফিরাত কামনা করে ও শোকসমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মরহুমের জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাবেক উপাচার্য ডা: আব্দুল খালেক স্যার , ও পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান শফি সাহেব , মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয় বাদ আছর উল্লাপাড়া উপজেলার সরকারী আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গন ও দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয় বাদ মাগরীব পর শাহজাদপুর উপজেলার চরনবিপুর ঈদগা মাঠ প্রাঙ্গন। পরে জানাযা নামাজ শেষে তাঁকে তার নিজ এলাকায় চরনবিপুর ঈদগা মাঠ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক নিউজ রিপোর্টার
মো: মোসলেম উদ্দিন সিরাজী