জেনিফ ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের খালবলা বাজারের রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তায় কাদা ও পানি জমে আছে। এতে করে কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
খালবলা বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ ভূঁইয়া জানান, বৃষ্টির কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারছে না। যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণ চরম কষ্ট ভোগ করছে। এ ছাড়াও ভ্যান, অটোরিকশা, চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করছে।
স্থানীয় ফল ব্যবসায়ী রতন মিয়া জানান খালবলা থেকে রায়বাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই চরম দুর্ভোগে থাকতে হয়। । এটির এ অবস্থায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।
অটো রিকশাচালকদের থেকে জানা যায়, রাস্তার এই বেহাল অবস্থা বহুদিনের। রাস্তার বেহাল দশার কারনে আমাদের গাড়ির নানান সমস্যা দেখা দেয়। দিনে ৫০০ টাকা উপার্জন করে ৩০০ টাকা দিতে হয় মালিক কে। অথচ কিছুদিন পর পরই এ রাস্তায় চলাচল করার কারনে ১০০০ টাকা যায় গ্যারেজে গাড়ি ঠিক করতে।
এমতাবস্থায় জনস্বার্থে উক্ত খালবলা বাজার সড়কের রাস্তাটুকু করার জন্য ঈশ্বরগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।