জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার – টেকনাফ হাইওয়ে সড়কে চলাচলকারী মালামাল বাহী ট্রাক, মিনিট্রাক,চাঁদের গাড়ী সহ বিভিন্ন গাড়ীর কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করছে উখিয়া বালুখালী কাস্টমস ঘাটে দায়িত্বরত কাস্টমস পুলিশ।
এতে করে প্রতিদিন হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে এই রোডে চলাচল কারী চালক হেলপাররা।
নামপ্রকাশে অনিচ্ছুক কতিপয় চালক ও হেলপার এই প্রতিবেদক কে জানিয়েছেন কাস্টমসের দায়িত্বরত এস আই জয়নাল সাধু সেজে মাথায় টুপি পড়ে প্রতিদিন ভিক্ষুকের মত বিভিন্ন গাড়ী থেকে চাঁদা তুলে পকেটস্থ করছে।
চাঁদা না দিলে বিভিন্ন গাড়ীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে সময় ক্ষেপন করেই চলে।
পরিশেষে চাঁদা আদায় করতে পারলে গাড়ী ছাড়ে বলে জানায়। গত ১২ জুন বিকাল সাড়ে ৩ টার দিকে একটি টেকনাফ গামী মালা মালবাহী ট্রাকে চাঁদা বাজি করার দৃশ্য ভিডিও ধারণ করা হয়। এ ব্যাপারে বালুখালী কাস্টমসের সিনিয়র অফিসার আব্দু্স সমদের মুঠোফোনে (০১৯৬৭ ৯৭৩৭২০) একাধিকবার যোগাযোগ করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এছাড়াও নাম বলতে অনীহাপ্রকাশ করা অপরএক জুনিয়র কাস্টমস কর্মকর্তা( ০১৮৭৪৭৫৫৮২২)কে ফোন করা হলে তিনি এব্যাপারে জনৈক এরশাদ নাকি এগুলো দেখাশুনা করে তার সাথে যোগাযোগ করতে বলে।
এখন কে সেই এরশাদ যে বালুখালী কাস্টমসের সকল অপকর্ম নিয়ন্ত্রণ ও দেখা শুনাকরে? সেই কি কোন কাস্টমস কর্মকর্তা? বিষয়টি রীতিমতো সচেতন মহলও এলাকাবাসীকে কে ভাবিয়ে তুলেছে।