ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান :
গত ১৪/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার পুলিশ কর্তৃক অত্র জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক উদ্ধারসহ মোট ০৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান এ পরিচালনা করে উক্ত থানাধীন ০৫ নং হরিপুর ইউপির অন্তর্গত কালীগঞ্জ বাজারে তিন রাস্তার মোড় থেকে ১২৫ (একশত পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামি মোঃ আউয়াল কসির (৪০), কে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ৫ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত কিসমত সৈয়দপুর গ্রাম হতে জয়ন্ত রায় (২৫), কে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সহ রুস্তম ওরফে দুস্তম (৪৭),কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান এ রাণীশংকৈল থানাধীন ০৫নং বাচোর ইউনিয়নের অন্তর্গত বাজেবকসা হাটপাড়া হতে মাদক সহ সেফানিয়েল মার্ডি(২৩), কে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ২নং চারোল ইউনিয়নের অন্তর্গত ছোট সিংগিয়া গ্রামস্থ মোঃ আমান উল্ল্যাহ (৪৭), কে ১১ (এগারো) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০১ নং ইউপির অন্তর্গত ঘনিবিষ্টপুর মৌজাস্থ মাটিগাড়া সরকারী প্রাথমকি বিদ্যালয়ের পশ্চিম পাশের্ রাস্তা হতে মাদক সহ মোঃ আল মামুন (২৬), কে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০৫ নং বাচোর ইউপির অন্তর্গত রাজোর গ্রামস্থ কাতিহার বাজারের শরিষা হাটি র পাশ হতে মাদক সহ মোঃ ফারুক(২৮), কে গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ১১নং বৈরচুনা ইউপির অন্তর্গত দক্ষিন নওপাড়া গ্রামস্থ মোঃ মমিনুল ইসলাম (৪৫), কে মাদক উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।