ঠাকুরগাঁও হতে মোঃ মোঃ মশিউর রহমান :
অদ্য ১৫/০৬/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার পেট্রোল পাম্পে No Helmet, No Fuel কর্মসূচীতে অংশগ্রহণ করেন জনাব উত্তম প্রসাদ পাঠক,পিপিএম-সেবা পুলিশ সুপার, ঠাকুরগাঁও।
এসময় পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় বলেন, মাননীয় আইজিপি মহোদয়ে নির্দেশনায় No Helmet, No Fuel স্লোগানকে সামনে রেখে মোটরসাইকেল আরোহীদের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীদের প্রাণহানি কম ঘটবে এবং তারা নিরাপদে ঘরে ফিরবে। এই কর্মসূচী বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা কাজ করবে।
উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জনাব মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ঠাকুরগাঁও; অফিসার ইনচার্জ, সদর থানা; ট্রাফিক ইন্সপেক্ট (শহর ও যানবাহন), ঠাকুরগাঁওসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।