আজ ১৫ ই জুন শনিবার, সন্ধ্যা ৮ টা ৩০ নাগাদ হলদিয়া বন্দরে একটি স্বয়ংক্রিয় ক্লেনে আগুন লেগে আতঙ্ক ছড়ালো, জানা যায় জাহাজ থেকে কয়লা খালাসের সময় এই ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে আটটা নাগাদ বন্দরের ডক এরিয়াতে ,দুই নম্বর বার্থে একটি স্বয়ংক্রিয় মোবাইল হারবার ক্রেনে আগুন লাগে। ওই বার্থে জাহাজ পন্য ওঠা নামার দায়িত্বে রয়েছে বোথরা শিপিং এজেন্সি।
এদিন সন্ধ্যে ছটা নাগাদ ইন্দোনেশিয়া থেকে কোকিং কোল নিয়ে আসে একটি বিদেশি জাহাজ। পাড়া দ্বীপে কিছুটা কয়লা নামিয়ে, হলদিয়া এসেছিল জাহাজটি, জাহাজে প্রায় ৩৭ হাজার টন কয়লা ছিল, জাহাজে সার্ভেস পর, রাত আটটা ১০ নাগাদ কয়লা নামানোর কাজ শুরু করে।
হঠাৎ ক্রেনের অপারেটর সেন্সর দেখে বুঝতে পারেন, ক্রেনে আগুন লেগে গিয়েছে, দ্রুত চারতলা সমান উঁচু জায়গা থেকে নেমে আসার কয়েক মুহূর্ত পরই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ক্রেন। বন্দরের হ্যান্ডেলিং এজেন্সি, রিপ্লের কর্মী কার্তিক অধিকারী বলেন, চোখের সামনেই দাউ দাউ করে জ্বলে গিয়েছে ট্রেন
বন্দর ও দমকল বিভাগের ছটি ইঞ্জিনের চেষ্টায় ঘন্টা দেড়ে পরে আগুন আয়ত্তে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ অফিসাররা উপস্থিত হন।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা