আলমডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আলমডাঙ্গা পৌর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
(১৫জুন) শনিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ঐতিহাসিক বধ্যভূমিতে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে মোঃ হাসান রেজা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির আহবায়ক জাকেরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আলমডাঙ্গা শাখার সাধারন যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য হাসাদুজ্জামান হাসান, প্রদীপ কুমার সাহা,সেন্টু,লিটন,মুকুল,ইলিয়াসসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পৌর কমিটিতে পূর্বের নেতৃবৃন্দের নীতিবহির্ভূত কাজ করায় জেলা কমিটি থেকে বহিষ্কার করা প্রসঙ্গে আলোচনা এবং সেই সাথে আহ্বান কমিটি গঠন প্রসঙ্গে বিষদ মতামত নেওয়া হয় সদস্যদের কাছ থেকে। এসময় বিভিন্ন চিকিৎসকগন তাদের মতামত পেশ করে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে
আলমডাংগা পৌর আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির জনাব মোঃ হাসান রেজা মুন্নাকে আহ্বায়ক, হারুন অর রশিদ, সোহাগ আলী, নাহিদ হাসানকে যুগ্ম আহ্বায় করে কমিটি অনুমোদন দেওয়া হয়।