>মহাসড়কের কঠোর দায়িত্বে হাইওয়ে পুলিশ
>যানযট মুক্ত করতে অতিরিক্ত লাইনম্যান
> মহাসড়কের দায়িত্বে রয়েছে থানা পুলিশ
মোঃ মোবাশ্বির হোসেন হৃদয়
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
নিজ গ্রামে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপভোগ করতে নিজ গ্রামে ছুটছেন সাধারণ মানুষ।
খুব দ্রুত ঢাকা সহ অন্যান্য জেলা থেকে নিজ বাড়ির গন্তব্যে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে বাস, ট্রাক, পিকআপ সহ নানা ধরনের যানবাহন করে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ ।
গাজীপুরের মাওনা উড়ার সেতুর মাথায় নির্ধারিত ভাড়া থেকে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছেন বাস চালকরা।
মাওনা উড়ার সেতুর উপরে যানযট না থাকলেও বিশাল যানযটের দেখা মিলে মাওনা চৌরাস্তায়। ঢিলে ঢিলা চলছে যানবাহন।
মাওনা উড়ার সেতর উপরে যানযট না থালেও যানযট ও ঢিলে ঢালা যানযট দেখা গেছে ঢাকা মায়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি, আনসার রোড, এমসি বাজার, নয়নপুর সহ ভিবিন্ন যায়গায়।
পথচারীদের বক্তব্যে ভাড়া একটু বেশি হলেও শান্তি মতে বাড়ি ফিরতে পারলেই হবে।
যানযটের বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ মোহাম্মদ মাহবুব মুর্শেদ বলেন ঢাকা মায়মনসিংহ মহাসড়ক কে যানযট মুক্ত রাখতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে আমাদের পুলিশ সদস্যরা। লাইসেন্স বিহীন যানবাহন ও অধক্ষ ড্রাইভার শনাক্ত করন করা হচ্ছে, সাধারন মানুষ যাতে সুস্থ সাভাবিক ভাবে বাড়ি ফিরতে পারে সেই লক্ষে কাজ করছে মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।