জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দু'টি অভিযানে একজন মাদক কারবারী আটক ও ১,৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত।
চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল,দেশের সীমান্ত সূরক্ষা সহ সীমান্ত আইন শৃংখলা পরিস্হিতি পর্যবেক্ষণ অত:পর ব্যবস্থাগ্রহনে বিজিবি সদা প্রস্তুত।
এরই ধারাবাহিকতায় ১৫ জুন ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দু'টি অভিযানে একজন মাদক কারবারী ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১৫ জুন ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে ইছহাকের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ২ টা ৩৫ মিনিটের সময় উঁতপেতে থেকে অভিযান পরিচালনা করে।
এসময় একদল মাদক কারবারী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি পলিথিন মোড়ানো ব্যাগ ফেলে পালিয়েযায়।
উক্ত ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়।
অপরদিকে একই রাত ৩ টার দিকে সাবারাং বিওপি বিজিবির অভিযানে
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১৫ জুন ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ১.৮ কিঃ মিঃ উত্তর দিকে বগলজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি'র চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমনবিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই যাওয়ার সময় তাদের মধ্য হতে একজনকে বেড়ীবাঁধের পূর্ব পার্শ্বে খালে ঘেরাও করতঃ আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারী অন্ধকারের সুযোগে দ্রুত নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। আটককৃত চোরাকারবারীর নিকট রক্ষিত তিনটি পলিথিনের ব্যাগের ভিতর হতে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় সাবারাং লেজির পাড়াএলাকার আমির হোসেনের ছেলে আমান উল্লাহ (২৫) কে আটক করে বলে বিজিবি -২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমদ গনমাধ্যম কে এইতথ্য নিশ্চিত করেছেন।আটকও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।