আজ ১৭ই জুন সোমবার, সারা দেশে যখন ঈদ উৎসব পালিত হচ্ছে, অন্যদিকে এই প্রচন্ড দাবদাহে, রাসবিহারী এলাকার মানুষেরা, পথ চলতি মানুষের হাতে, এনার্জি ড্রিংকস হাতে তুলে দিচ্ছেন, এরকমই চিত্র দেখা গেল রাসবিহারী মোরে কিছু মহিলা ও পুরুষদের,
যে সকল অটো ও বিভিন্ন ধরনের গাড়ি এবং পায়ে হেঁটে পথচলতি মানুষেরা যাচ্ছেন, তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংকস হাতে তুলে দিচ্ছেন, তবে একটা করেই নয়, কেউ যদি চায় একের অধিক এই এনার্জি ড্রিংকস হাতে তুলে দিতে দেখা যায়।
এলাকার সাধারণ মানুষের এই ধরনের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ থেকে এলাকার মানুষ,
এই উদ্যোগ সম্বন্ধে জানতে গেলে, উদ্যোক্তারা বলেন, এটা কোন সোসাইটি বা এন জি ও থেকে করছিনা, যে হারে আস্তে আস্তে গরম বেড়ে চলেছে, সাধারণ মানুষ থেকে প্রচলতি মানুষ অতিষ্ঠ হয়ে পরেছেন, রাস্তায় বেরিয়ে অনেকেই প্রচন্ড গরমে মাথা ঘুরে পড়ছেন, তাই আমরা কয়েকজন মিলে এই উদ্যোগ নিয়েছি, কিছুটা হলেও যদি পথ চলতি মানুষের পাশে থাকা যায়, তাই আমদের এই প্রয়াস ও উদ্যোগ, আজ যত মানুষ এখান দিয়ে যাবে প্রত্যেককেই দেওয়ার চেষ্টা করব, সকাল থেকে এখনো পর্যন্ত অনুমান ১০ থেকে ১৫ হাজার বোতল এনার্জি ড্রিংকস পথ চলতি মানুষের হাতে তুলে দিয়েছেন বলে জানা যায়, এখনো তারা দিয়ে যাবেন যত মানুষ রাস্তা দিয়ে যাবেন।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা