আজ ১৭ ই জুন সোমবার, সকাল থেকেই শুরু হয়েছে সারাদেশে ঈদ উৎসব, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন জামা কাপড় পড়ে মসজিদে মসজিদে নামাজ পড়ায় ব্যস্ত। এবং একে অপরকে কোলাকুলি,
বিভিন্ন দেশের মতো কলকাতার বিভিন্ন এলাকায় একইভাবে চলছে ঈদের উৎসব পালন এবং মসজিদে মসজিদে মন্ত্রী থেকে শুরু করে অন্যদের আনাগোনা ও নামাজ পড়া ও অপরকে কোলাকুলি করা।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ,প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মতলা রেড রোডে সকাল থেকেই ঈদ উৎসবে মিলিত হয়েছে কলকাতার বিভিন্ন এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবং উৎসব পালনে জমায়েত ও ঈদ উৎসব পালনে। রেড রোডে সাড়িবদ্ধ ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একসাথে মিলিত হয়ে এই উৎসব পালন করলেন।
কলকাতার আশপাশে যে সকল মসজিদ রয়েছে, সেই সকল মসজিদে নামাজ পড়া শুরু হয়, কোথাও সকাল চারটায় , কোথাও সকাল সাড়ে ছয় টায়, কোথাও বা সকাল সাড়ে আটটায়, আজকের অনুষ্ঠান এর সময়সূচী ছিল, নাখোদা মসজিদ সকাল সাড়ে ছয় টায়, রেড রোডে সকাল সাড়ে আটটায় , পার্ক সার্কাস ময়দানে শোহরাওয়াদী এভিনিউ সাড়ে আটটায়, টিপু সুলতান মসজিদে সাতটায়, পার্ক সার্কাস ময়দান মসজিদ সাতটায়, গোলাম রসুল মসজিদ শামসুল হুদা রোডের আটটায়, ২২ নম্বর খানকা শরীফ মসজিদে আটটায়, এক মসজিদ আটটায় কারবালা বেলতলা মসজিদ সাতটায়, কারবালা আয়েশা মসজিদ ছটায় ,দরগা রোড ছোট মসজিদ প্রথম জামাত সাতটায়, কারমাইকেল হল মসজিদ ছটায়, লেডিস পার্ক সাত টায়, নারকেলডাঙ্গা ব্রিজ আটটায়, রাজাবাজার মোড় আটটায় ,চার নম্বর ব্রিজ সাড়ে আটটায়, উল্টোডাঙ্গা রেলওয়ে কোয়ার্টারে আটটায় । এবং এই সকল মসজিদ এলাকায় রাস্তার মোড় গুলি নো এন্ট্রি করে দেয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাহাতে কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে, যানবাহন অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেন।
অন্যদিকে ঈদের ছুটিতে, সমস্ত কিছু ছুটি থাকায় এবং কর্মচারীরা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ায় মার্কেট প্রায় শুনশান সরকারি অফিস থেকে শুরু করে মার্কেটে দোকানগুলি বন্ধ হয়ে রয়েছে। কিছু মানুষ ঘুরতে এসে কেনাকাটা করতে গেলে দেখেন জনবহুল মার্কেট গুলি বন্ধ হলে তাদেরকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়। ছুটির দিনে বিভিন্ন পার্ক গুলি থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলি ভিড়ে জমে উঠেছিল, প্রচন্ড গরমকে তোয়াক্কা না করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রাস্তায় বাড়ির ছেলে মেয়েদের নিয়ে। এবং মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরাও নতুন জামা কাপড় পড়ে বিভিন্ন দর্শনীয় স্থানে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা