জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফের হোয়াইক্যংয়ে মায়ের কাছ থেকে ঈদের টাকা চেয়ে নাপেয়ে অভিমান করে নিজের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে বলে খবর পাওয়াগেছে।
ঘটনাটি ঘটেছে ১৭ জুন(সোমবার) সকাল ১১ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড খারাংখালী মহেশখালীয়া পাড়া এলাকায়।
তথ্যানুসন্ধান ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানাযায়, পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত,আব্দুল আজিজের ছেলে মোঃআকিব উল্লাহ(১৬) তার মায়ের কাছ থেকে ঈদ খরচের জন্য ৫০০০ হাজার টাকা দাবী করে।
মাতা এলম বাহার তাকে ১০০০ হাজার টাকা দিয়ে বাকী টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মায়ের সাথে অভিমান করে ঈদের দিন সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত এমন সময় আকিব উল্লাহ বাড়ির একপাশে গিয়ে নিজের ছাকু দিয়ে নিজে তলপেটে পরপর দুই টি আঘাত করে মাটিতে লুঠিয়ে পড়ে।
পরে হঠাৎ তার শৌর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে উখিয়া উপজেলার পালংখালী পর্যন্ত গেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে পালংখালী গয়ালমারা এমএসএফ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে সাথে যাওয়া আত্নীয় স্বজন তাকে বাড়িতে নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে টেকনাফ উপজেলার নবনির্বাচিগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ ছুটে এসে এব্যাপারে খোঁজখবর নেন।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণির নির্দেশে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আই সি মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।