শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়ায় ঈদের রাতে একই স্হানে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
১৭ জুন(সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া জেলা শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় একই স্হানে শরীফ ও রোমান নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত শরীফ বগুড়া জেলা শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে ও রোমান একই এলাকার ইসমাইলের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার।
স্হানীয় সূত্র জানা যায়,ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে
গোলাগুলির শব্দ শোনতে পান।কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন এলাকার গলির মুখে পাশাপাশি রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে শরীফ ও রোমানের মরদেহ। এসময় আহত অবস্হায় উদ্ধার করা হয় তাদের আর এক বন্ধু হোসেনকে।
নিহত শরীফের স্বজনরা জানান,বাসায় খাবার খাওয়ার পরপরপই মোবাইল ফোনে কোন একজন শরীফ ডেকে নেয়।পরে এলাকায়,
গোলাগুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন স্হানীয় এক নেতার নেতৃত্বে ১৫/২০ একটি দল শরীফ ও রোমানেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়।পরে হোসেনকে আহত অবস্হায় উদ্ধার করা গেলেও ঘটনা স্হলেই মারা শরীফ ও রোমান।
বগুড়া জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান,কী কারণে এই হত্যাকান্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে হত্যাকান্ডের আসল রহস্য উদঘাটন করতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।