আজ ১৯শে জুন বুধবার, কোলাঘাটের টেকনো ইন্ডিয়া স্কুলে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট ট্রাফিক বিভাগের উদ্যোগে একটি সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ট্রাফিক আইন এবং পথ চলতি মানুষকে কি কি সাবধানতা অবলম্বন প্রয়োজন ,সে বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্কুলের গাড়িচালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি করেন তথ্যচিত্রের মাধ্যমে।
এই তথ্যচিত্রের মাধ্যমে পথ চলতি মানুষদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে, কিভাবে পথ দুর্ঘটনা ঘটছে? অন্যদিকে গাড়িচালকদের কি কি সাবধানতা প্রয়োজন সে বিষয়েও জানানো হয়। শুধু তাই নয় আরো বিভিন্ন বিষয় তথ্যচিত্রের মাধ্যমে সচেতন করতে তুলে ধরা হয়েছে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।
এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস এছাড়াও ছিলেন ওসি ট্রাফিক দিলীপ চ্যাটার্জী টিআই কোলাঘাট বিপ্লব মন্ডল কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপাল সুমন চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা
আজকের এই কর্মসূচিতে সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।, পুরস্কার তুলে দেন উপস্থিত অফিসারেরা।
দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, পথ চলতি মানুষের প্রাণহানী ঘটছে, যাহাতে পথ চলার সময় নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলে, তাহারি উদ্দেশ্য আজকের এই সচেতনতা সকলের উদ্দেশ্যে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।