আজ উনিশে জুন বুধবার, এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস , ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির আওহ্বানে, প্যালেস্টাইনের উপর ইজরায়েলের ধারাবাহিক হানা দারী অবিলম্বে বন্ধের দাবীতে কলেজ স্কোয়ার মোড়ে দুপুর বারোটায় এক বিশাল জমায়েত এবং ১ঃ৩০ মিনিটে বিশাল মিছিল এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা কে সি দাসের সামনে শেষ করেন ও কুশ পুতুল দাহ করেন।
যেভাবে শিশু ও নারীদের উপর নির্মম অত্যাচার ও তাদেরকে হত্যা করা হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে, এবং অবিলম্বে প্যালেস্টাইন থেকে ইজরাইলকে সরে যেতে হবে, ও ওদের বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তুলতেই আজকের এই মিছিল।
প্রায় দুই থেকে আড়াই হাজার সদস্য, বিভিন্ন ধরনের প্লাকার হাতে নিয়ে ও কুশপুতুল নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিল করেন,
সাথে সাথে তারা স্লোগান দেন, শিশু ঘাতী, নারী ঘাতী ইজরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক ,
সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তুলুন।
ইজরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ প্যালেস্টাইন থেকে হাত উঠাও।
মিছিলে যোগদান করেন সর্ব ধর্মের মানুষ এবং শিশু থেকে কিশোর ও মহিলা পুরুষ কেউ বাদ নেই। আর সবার হাতেই ছিল যে সকল শিশুদের ও নারীদের হত্যা করা হয়েছে ,তাদের শান্তির উদ্দেশ্যে প্লাকার।
আমরা যুদ্ধ নয় শান্তি চাই, রক্ত নয় শান্তি চাই, শিশু নারী হত্যা নয় দেশের শান্তি চাই, এই বার্তার মধ্য দিয়েই আজকের বিক্ষোভ মিছিল। তাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক,
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা ।