আজ ২০শে জুন বৃহস্পতিবার , পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ,মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না, বয়স সবে মাত্র আড়াই বছর, সবদিক বিবেচনা করে বুক অফ ওয়ার্ল্ড ২০২৪ এ পুরস্কৃত হলেন। তাহার মা রুম্পা মান্না ও বাবা তুষার মান্না জানান , ছোট্ট মেয়ের এরকম প্রতিভা দেখে তারা অভিভূত।
ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২৪ এ বছর নাম নথিভুক্ত করল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না ,বয়স সবে মাত্র আড়াই বছর।
আর এই বয়সেই নিমেষেই বলতে পারে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম, ইংরেজিতে বারো মাসের নাম , সপ্তাহের সাত দিনের নাম , সঠিক ঋতুর নাম, বিভিন্ন কবিতা সহ একাধিক বিষয়ে আধোআধো কোথায় নিমেষ এই বলে ফেলে ছোট জিনিয়া।
গত দুই মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করার জন্য সমস্ত কিছু পাঠিয়েছিলেন,
এরপর সমস্ত দিক বিবেচনা করে, আজ জিনিয়ার বাড়িতে ইন্ডিয়া বুক অফ রেকর্ড পুরস্কার সংস্থারর পক্ষ থেকে পাঠায়। একটি মেডেল শংসাপত্র,পেন, সহ একাধিক উপহার, এই পুরস্কার আসার পরেই মহিষ গোট গ্রামে মান্না পরিবারে রীতিমতো খুশির হাওয়া, এই দেখে দাদু দিদিমার মনে খুশির মেজাজ, ভীর জমতে থাকে বাড়িতে, পাড়া প্রতিবেশীরা এসে দুনিয়াতে একবার করে কোলে তুলে নেয়। কোলাঘাটের ছোট্ট মেয়ে জিনিয়া যে জিনিয়াস হবে কারও আর বলার অবকাশ রইল না,
এর সাথে তার মা ও বাবা বলেন, আগামীদিনে যদি আরো কোন প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা যায় তার চেষ্টা করবেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস।