মোজাম্মেল হক বীরগঞ্জ প্রতিনিধি । দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নে, ছোট শীতলাই গ্রামে পাঁচটি পরিবারে চলাচলের রাস্তায়,বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ উঠেছে এক আমেরিকান প্রবাসীর বিরুদ্ধে, ভুক্তভোগীরা জানায় মূল রাস্তা থেকে প্রায় একশ ফুট দূরে, তাদের পাঁচটি পরিবার দীর্ঘদিন যাবত বসত করে আসতেছে। হঠাৎ একদিন একই গ্রামের আমেরিকান প্রবাসী জিন্না ও তার ছেলে মো:রবিন ইসলাম,দাবি করেন ওই জমিতে তাদেরও ভাগ আছে। আর তাই তাদের নিজস্ব জমিতে তারকাটার বেড়া দিয়েছে, কারো রাস্তায় নয় বলে দাবি করেছেন আমেরিকান প্রবাসী,জিন্না ও তার ছেলে রবিন। ভুক্তভোগীরা বলেন, একই গ্রামের মোছা: মনোয়ারা বেগম নামে এক মহিলার কাছ থেকে ছয় শতাংশ জমিন ক্রয় করেন তারা, আর তাই তাদের সীমানা দিয়ে হাঁটাচলা করে আসতেছেন দীর্ঘদিন যাবত ,কোন কারন ছাড়াই হঠাৎ করে রাস্তা তারকাটার বেরা দেয় রাখে জিন্না ও তার ছেলে রবিন। এবং তাদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা, তাই তারা দুটি অভিযোগ করেন বীরগঞ্জ থানায়, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পাঁচ পরিবার, এ ব্যাপারে আমেরিকান প্রবাসী জিন্না ও তার ছেলে মো: রবিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,যে ৬ শতাংশ জমি উনারা কিনেছেন তাতে আমারও ভাগ আছে, তাই আমি আমার নিজের জমিতে বেড়া দিয়েছি অন্য কারো জমিতে নয়,