জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে সরকারি জায়গা জবর দখলকৃত অবৈধ সকল স্থাপনা উচ্ছেদের দাবিতে সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এফ এম রিগ্যান আহাম্মেদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মূল ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ২৬ ঘন্টা পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২০ জুন বিকালে অনশন রত ফাহাদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা নান্দাইল উপজেলার উন্নয়ন ও উপজেলাকে উন্নয়নের রোলমডেল আদর্শ উপজেলা প্রতিষ্টা করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ৩ দফা দাবির প্রধানতম হচ্ছে সরকারি জায়গা জবর দখলকৃত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।এনিয়ে বিক্ষোভ মিছিল করেছি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করি কিন্তু প্রশাসনের সাড়া না পেয়ে ১৯ জুন
বিকাল থেকে আমরণ অনশন চলছে,মরে যাব, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান তিনি ৩ দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি পেয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কার্যক্রম চলমান রয়েছে।
পরে অনশন কারী ফাহাদকে দেখতে এসে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং অনশন কারীর যৌক্তিক দাবি সময়সাপেক্ষে বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে অনশন প্রত্যাহার করতে বলেন। নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ড.দীবাকরক ডাক্তার কে ব্যবস্থা নেওয়ার কথা বললে তিনি শারীরিক অবস্থা দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফেজ হাফিজুর রহমান (রিপন মুন্সি) সহযোগী নেতৃবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।