আমাদের পাইকগাছা প্রতিনিধি শেখ খায়রুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সঙ্গে আছি আমি (----):-পাইকগাছার হরিদাসকাটি আদর্শ লাইব্রেরির ঈদ পূর্ণমিলনী,পরিচিতি সভা,ফ্রি ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয়ের শুভ উদ্বোধন মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও মোঃ সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খুলনা-৬(কয়রা- পাইকগাছার) এমপি মোঃ রশীদুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন,(বিশেষ জজ আদালত ঢাকা-৯ ) জজ শেখ হাফিজুর রহমান,(সালেহা স্কুল এন্ড কলেজ ঢাকা)'র অধ্যক্ষ এম নজরুল ইসলাম,(নর্দান মেডিকেল কলেজ ঢাকা)'র প্রিন্সিপাল ডাঃ মোঃ শেখ শহিদ উল্লাহ।উক্ত অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরি উপদেষ্টা মন্ডলির সদস্য,আজীবন সদস্য, সাধারণ সহসদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।