মো: ইলিয়াস শেখ (পটুয়াখালী) কুয়াকাটা প্রতিনিধি:-
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে সাথে সকাল ১১টা থেকে ভারী বৃষ্টি অব্যহত রয়েছে। মুশলধারে এই বৃষ্টির মধ্যে থেমে নেই কুয়াকাটায় আগত পর্যটকদের সমুদ্র বিলাস।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় শুরু হওয়া বৃষ্টি এখন পর্যন্ত চলমান রয়েছে। এতে অনেক পর্যটক বাড়তি আনন্দ খুঁজে নিয়ে সমুদ্র স্নান, ছবি তোলা হৈ-হুল্লোড় করে ভ্রমনকে করছে আনন্দগন। তবে অনেক পর্যটক অবাধে বিচরন, গন্তব্য ফেরা বা শিশুদের নিয়ে বের হতে না পেরে হোটেলে আটকা পরে আছে।
হোটেল-মোটেল পরিচালকদের সাথে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী সময়ে পর্যটকদের চাপ কম ছিল এমনকি তাদের বুকিং ছিল মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ হোটেল কক্ষ কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবারকে কেন্দ্র করে বৃহস্পতিবারই পর্যটকদের ভীড় বাড়তে থাকে।
কুয়াকাটা হোটেল মোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ঈদ পরবর্তী বুকিংয়ে আমার অনেকটা হতাশা ছিলাম এমনকি কাঙ্ক্ষিত পর্যটকের ৫০ শতাংশও বুকিং পাইনি তবে বৃহস্পতিবার ও শুক্রবারকে কেন্দ্র করে ভীড় ও বুকিং বাড়তে থাকে আগামি দুই দিনে কুয়াকাটায় থাকা দুইশো আবাসিক হোটেলের প্রায় ৬০-৭০ শতাংশ রুম বুকিং পাবো আশা রাখি।
ঢাকা থেকে বেড়াতে আসা পাপ্পু নামের এক পর্যটক জানান, আমরা ঢাকা থেকে যখন এসেছি তখন বৃষ্টি ছিল না। সৈকতে নামার পরে বৃষ্টি শুরু হয়েছে। তবে কিছুটা অপ্রস্তুত থাকলেও আনন্দটা দ্বিগুণ হয়ে গেল। আর এত বড় বড় ডেউ আমরা কখনোই দেখিনি ভয়ও লাগছে আনন্দ ও করছি।
কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, ঈদ পরবর্তী সময়ে পর্যটকদের ভাটা হলেও শুক্রবারকে কেন্দ্র করে কিছুটা সারা পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টি পর্যটকদের বাড়তি বিনোদন দিলেও কিছুটা বেগ পেতে হয় সাইডট্যুরগুলোতে। এতে অমেক সময়ে পর্যটক থাকলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফটোগ্রাফার, ট্যুর গাইড, কিটকট সহ বেশ কয়েকটি পেশার ব্যবসায়ীরা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটাতে বাড়তি পর্যটকদের সম্ভাবনা হলেই আমরা অতিরিক্ত প্রশাসন মোতায়েন করি। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন আমাদের সহযোগিতা করছে। বিএনসিসি, স্কাউট সহ বেশ কয়েকটি টিম আমাদের সাথে যুক্ত হচ্ছে।