সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষকের আয়োজনে ২০২২ - ২০২৩ অর্থ বছরে তিন দিন ব্যাপী আয়োজনের কার্যক্রম চলছে। বৃহস্পতিবার উপজেলার কৃষি অফিসার জনাব আকরাম হোসেন মিল্টন জানান আগামী ২১ শে জুন থেকে ২৩ শে জুন পর্যন্ত এ অনুষ্ঠানটি চলমান থাকবে। সহকারী কৃষি অফিসার জনাব নাজমুল ইসলাম বাবু আরো বলেন শিক্ষা , চিকিৎসা , নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্তের মতো কৃষি উন্নয়ন কে আরো দুর্বগ এগিয়ে নিয়ে যেতে হবে। উক্ত কৃষি উন্নয়ন মেলা উদ্ভাবনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব : মো: শফিকুল ইসলাম শফি , উপজেলা চেয়ারম্যান জনাবা : মির্জা মুক্তি সেলিনা , উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব : মো: সাইফুল ইসলাম স্বপন , মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা : সবিতা প্লাবিতা সুইটি , মেয়র নজরুল ইসলাম , সামিউল ইসলাম (সবুজ) উল্লাপাড়া উপজেলার প্রশাসনিক শিক্ষার্থীর সদস্য ও মো: মোসলেম উদ্দিন সিরাজী শাহজাদপুর উপজেলা প্রশাসনিক শিক্ষার্থীর সদস্য।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধরনের গাছ সূলভ মূলে বিক্রি করে প্রানবন্ধ করেন।