জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার শহরের পাহাড় ধ্বসে মৌঃ আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০) নামের স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
২০ জুন বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাদশার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা মাটি সরিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন তার চাচা আব্দুলাহ্।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের ইমাম এর দায়িত্ব পালন করে আসচ্ছিলেন মৌঃআনোয়ার। তার স্ত্রী সাত মাসের গর্ভবতী ছিলেন বলে জানান তার স্বজনেরা।
তার চাচা আব্দুলাহ বলেন তিনটার সময় যখন ভারী বৃষ্টিহয় তখন তার মা তাকে ডাক দিয়ে বলে বাবা বৃষ্টি হচ্ছে তোমরা ঐ রুম থেকে আমাদের রুমে চলে আস।
মায়ের কথা না শুনে স্বামী স্ত্রী একই রুমে শুয়ে পড়ার কিছুক্ষনের মধ্যে পাহাড় ধসে পড়ে তাদের উপর।
স্থানীয়দের সহযোগিতা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তাদের উদ্ধার করতে গিয়ে একজনের পায়ে ও অন্যজনে হাতে আঘাত পেয়েছেন বলে জানান প্রতিবেশীরা। এদিকে লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পোর্সমর্টেম শেষে অদ্য বিকালে দাফন সমপন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানাপুলিশ।