ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান :
জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও
মাদক উদ্ধার অভিযানে ২১/০৬/২০২৪ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকায় আসামী মোঃ মনির হোসেন (৪৪), সাং-দৌলতপুর, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও কে পীরগঞ্জ থানাধীন ০৮নং দৌলতপুর ইউপির অন্তর্গত বাঁশগাড়া গ্রামস্থ জনৈক বিপ্লবের বিএসবি নামীয় ইট ভাটার সামনে দৌলতপুর গ্রাম হইতে বাঁশগাড়া গ্রাম গামী পাঁকা রাস্তার উপর হইতে আটক করিয়া তল্লাশী করাকালে মোটর সাইকেলের সিটের পিছন পার্শ্বে একটি সাদা রশি দ্বারা বাঁধানো অবস্থায় একটি লাল রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে ১৪৪(একশত চুয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয় এ সংক্রান্তে ঠাকুরগাঁও এর পীরগঞ্জ থানার, এফআইআর নং-৩১, তারিখ-২১ জুন, ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।