জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয় বিভিন্ন ইউনিয়নের কাঁচা রাস্তা পরিদর্শন করেছেন।
২১ জুন শুক্রবার সকাল ১০ টায় নান্দাইল উপজেলার দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদ মুশুল্লী ও সিংরইল ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা পরিদর্শন করেন।
জানা যায়, মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (আর সি ডি এস পি এস সি)
এমপি মুশুল্লী ও সিংরইল ইউনিয়নের জনগণকে আশ্বস্ত করেন, কাঁচা রাস্তা গুলো পাকা করা হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু নছর ভূঞা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম রাসেল, নান্দাইল উপজেলা যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক মোঃ আবু নাঈম ভূঁইয়া ফারুক, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,সিংরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আবুল কাসেম বাচ্চু, মুশুল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ মুবাশির আল আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।