মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):- বগুড়ার শিবগঞ্জ উপজেলার
মহাস্থানগড়ে এবার ঈদুল আজহায় বৈরী আবহাওয়ার কারণে দর্শনার্থীদের সংখ্যা একটু কম হলেও সন্তুষ্ট প্রকাশ করছেন স্থানীয়রা।
ঐতিহাসিকভাবে মহাস্থানগড় একটি প্রত্নতত্ত্ব এলাকা। এখানে রয়েছে জাদুঘর, গোবিন্দ ভিটা, পাথরঘাটা, ভাসুবিহার বৌদ্ধমটসহ নানা দর্শনীয়স্থান। দেশে ও দেশের বাহির থেকে পর্যটকরা সে কারণে অবসরে ঘুঁড়তে আসেন পুন্ড্রনগরী হিসেবে খ্যাত এই ঐতিহাসিক মহাস্থানগড়ে।
সরেজমিনে ঈদের ৫ম দিনে (শুক্রবার) ঐতিহাসিক মহাস্থানগড়ের জাদুঘর, পশুরামের রাজপ্রাসাদ, জাহাজ ঘাটা, গোবিন্দ ভিটা, হযরত শাহ সুলতান বলখী (র:) এর মাজার শরীফ ও ভাসুবিহারের প্রত্নতত্ত্ব এলাকায় দর্শনার্থী যা ধারণা করা হয়েছিল তার চেয়ে একটু কম।তবে মহাস্থান প্রত্নতত্ত্ব এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট প্রকাশ করেছে পর্যটকরা।
ঢাকা থেকে স্বপরিবারে ঘুরতে আসা নাসরিন জাহান বলেন, পরিবার নিয়ে ঘুড়তে ঢাকা থেকে মহাস্থান গড়ে এসেছি। সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ দেখে খুব ভালো লাগছে।
আর এক দর্শনার্থী চট্টগ্রামের প্রবীর কুমার রায় বলেন, ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও এবার ঈদে মহাস্থান গড়ে সন্তানসহ বেড়াতে এসেছি। মুক্ত পরিবেশে ঘুরতে পেরে অনেক ভালো লাগছে।
মহাস্থানগড়ের ব্যবসায়ী মমিন বলেন, এবার ঈদে পর্যটকের আগমন আশানুরূপ।
মহাস্থানগড়ের দায়িত্বে থাকা কর্মকর্তা কাস্টডিয়ান রাজিয়া সুলতানা বলেন, বৈরি আবহাওয়ার কারণে এবার ঈদে পর্যটক একটু কম হলেও আশানুরূপ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় পর্যটকরা নির্বিঘ্নে সামাজিক বিনোদন নিতে পেরেছেন।