মোঃ মোবাশ্বির হোসেন হৃদয়
গাজীপুর
গাজীপুরে গরু জবাইকে কেন্দ্র করে মসজিদের ইমাম কে লাঞ্চিত ও চাকরিচ্যুত করার সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার ও তার সহকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে শুক্রবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘটনার সূত্রপাত ছিল ঈদ-উল আযহার দিন শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি বায়তুন নূর জামে মসজিদের ইমামকে লাঞ্চিত প্রসঙ্গে। এরপরদিন গত ১৮ই জুন ইমামকে মারধর ও চাকরিচ্যুত করার বিষয়ে তথ্য সংগ্রহের সময় আক্রমণের স্বীকার হন ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার, ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক রমজান আলী ও নিউজ টুয়েন্টিফোরের চিত্র সাংবাদিক শরিফুল ইসলাম। এ সময় তাদের ক্যামেরা ও মুঠোফোন ভাংচুর করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলেও মামলা এজাহারভুক্ত হয়নি।
দ্রুত মামলা নিয়ে আসামিদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন, এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাছুম, খোলা কাগজের স্টাফ রিপোর্টার তানজেরুল ইসলাম, বাংলাদেশ সমাচারের মহানগর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক দেশ বর্তমানের গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, এটিএন বাংলার চিত্র সাংবাদিক মো. জালাল ও নিউজ টুয়েন্টিফোরের চিত্র সাংবাদিক শরিফুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে ভুক্তভোগী সাংবাদিকরাও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অর্ধশত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় সকল বক্তারা বলেন, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা কেন জবাব চাই, অনতিবিলম্বে ভাংনাগাহাটি বায়তুল নূর জামে মসজিদের সভাপতি হামলাকারী কফিল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।