মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
২২ জুন শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’র সহযোগিতায় এবং ডিওয়াইডি প্রকল্পের আওতায় দলিত যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো- অর্ডিনেটর মর্জিনা রুপা। সভার শুরুতে সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, আমাদের সংবিধানে বলা হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের সকল বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এ কারণে এই প্রজেক্টে গত জানুয়ারী-২০২৪ হতে জুন-২০২৪ পর্যন্ত ১৪ বছর থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত সকলকে নিয়ে এই প্রকল্পের আওতায় কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে আমাদের অর্জন হলো আন্তর্জাতিক বৈষম্য বিলোপ দিবস-২০২৪ পালন করা হয়েছে। সরকারী সেবা দানকারী কর্মকর্তাদের সাথে দলিত জনগোষ্ঠীর সাথে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মত বিনিময় সভাসহ বিভিন্ন কর্মকান্ডে দলিত সম্প্রদায়ের দক্ষতা ও মান উন্নয়নে গণসচেতনতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় দিনাজপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ৬ মাসের কার্যক্রম তুলে বিভিন্ন সুপারিশ মালা প্রদান করেন উপস্থিত সদস্য হেলা সমাজের সভাপতি কার্তিক কুমার বাবু, সাধারণ সম্পাদক রাজকুমার, সদস্য চম্পা রানী, হরিজন বাশফো’র সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হরিদেব, সহ-সভাপতি শ্রী সোহেল, রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি দিলচাঁন রবিদাস, সাধারণ সম্পাদক অশোক রবিদাস কোষাধ্যক্ষ খোকন কুমার। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেএসকেএস’র ভূবন চন্দ্র বর্মন।