মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর। শেরপুর জেলার নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক বিধবা নারী নিহত হয়েছে।সে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।শনিবার (২২ জুন) সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, সাজেদা বেগম তাদের গোসলখানার ওপরে দেওয়া ছাউনির টিন সড়াতে গিয়ে বৈদ্যুতিক ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুনরুতর আহত হয়।পরে পরিবারের লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নকলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া বিদ্যুৎস্পৃষ্টে একজন নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।