স্টাফ রিপোর্টার;
বগুড়া শহরের নারুলীর সাফী ক্লিনিকের মোড়ে জ্যোতি ফার্মেসীতে আর্মি ডাক্তার নামে পরিচিত ভুয়া চিকিৎসকের কাছে মাথায় আঘাত জনিত সমস্যার কারনে চিকিৎসা নিতে আসে নিহত শিশুর পরিবার। ২২ জুন শনিবার দুপুরে ভুল চিকিৎসায় শিশুটি অকালে মৃত্যুবরণ করে।
নিহত শিশুটির বাড়ী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামে। নিহত আব্দুল হাকিম (৬) দেবডাঙ্গার ভেটু আকন্দের ছেলে।
জানাযায়, গত কয়েক মাস আগে শিশুটি মাথায় আঘাত পেলে তাহার চিকিৎসা করেন জহুরুল নামের ভুয়া ডাক্তার।এর কয়েক মাস পরে সেখানে একটি টিউমারের মতো দেখা দিলে আজকে তাকে আবার চিকিৎসার জন্য নিয়ে আসে শিশুটির পরিবার। ভুয়া ডাক্তার জহুরুল সেটা দেখার পর অপারেশন করতে চায়।
অপারেশনের জন্য তার ফার্মেসীতে শিশুটিকে লোকাল ইনজেকশন ই(অবশ করার ইনজেকশন) দেয়, ইনজেকশন দেওয়ার পরে তাহার মৃ-ত্যু হয়।ঘটনার পরে থেকে ভুয়া ডাক্তার জহুরুল ইসলাম পলাতক রয়েছে।
শিশুটির পোস্টমর্টেম করার জন্য তাহার মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও ঐ শিশুর পরিবারের পক্ষথেকে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।