উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক পিপিএম পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল জনাব মুঃ আব্দুল মমীন ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, টিএ বিল, সরকারি গাড়ি ব্যবহার, নিয়ম মেনে পোশাক পরিধান করা, আইনানুগ নিয়ম নীতি অনুসরন করার নির্দেশনাসহ থানা কম্পাউন্ড পরিষ্কার রাখা, থানা ব্যারাক ও আশপাশ এলাকা পরিষ্কার রাখা সহ থানায় পতিত অনাবাদি জমিতে নিয়মিতভাবে শাকসবজি চাষ করার নির্দেশনা প্রদান করেন।