মোঃ মিনারুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
গৌরবময় পথচলার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগের। এ লক্ষ্যে ২৩জুন রবিবার বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। আওয়ামীলীগ নেতা মাহবুব মিলটনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আকতার সুমি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহআলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, বিপ্লব সরকারসহ দলীয় সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।