আজ তেইশে জুন রবিবার, ঠিক দুপুর ১ টায়, মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যে ধরনা মঞ্চে বিক্ষোভ চালাচ্ছিলেন, আজ তার দুটি বছর পূর্ণ, এই পূর্ণ দিনে তারা একটি অভিনব বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন। এই বৃক্ষোভ মিছিল তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছ থেকে শহীদ মিনারের কাছে যান এবং সেখান থেকে আবার পুনরায় মিছিল করে ধর্ণা মঞ্চের শেষ করেন।
মিছিলের মূল দাবী, দেখতে দেখতে দশটি বছর অতিক্রান্ত হয়ে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আশার আলো দিয়েও আজও কিছু করল না, অনেকবার প্রতিশ্রুতিও দিয়েছেন, একটা প্রতিশ্রুতিও আজব পূরণ করলেন না ।
তাই আজও আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপিটেশন দিয়ে একটাই বার্তা দিতে চেয়েছি, অবিলম্বে গেজেট মেনে, আপডেট সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়ে, দশ বছরের জ্বালা যন্ত্রণা থেকে অবসান চায়, আপনার মানবিকতার মুখ দেখতে চাই, আমরা স্কুলে স্কুলে যেতে চাই।
তবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আশা, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিকে নজর দেবেন এবং ব্যবস্থা করবেন।, তাই আজও মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিতে গিয়েছেন,
তাহারা আরো বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য সব কিছু করছেন কন্যাশ্রী খাদ্যশ্রী থেকে শুরু করে সবকিছু, নিশ্চয়ই আমাদের জন্য ভাববেন এটা আমাদের আশা। খুব শীঘ্রই আমরা হয়তো স্কুল যেতে পারবো। দশটি বছর আমাদের জীবন নষ্ট হয়ে গেছে, এবার চায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে নজর দিক। জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে আনছে, মাননীয় মুখ্যমন্ত্রী ও ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আশার আলো দেখাক। আমরা এখনো আশাবাদী আমাদের দিকে তাকাবেন ।
এর সাথে সাথে সাংবাদিকদের উত্তরে বলেন, যদি না আমাদের কথা ভাবেন, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো এবং ধর্ণা চালিয়ে যাব। এর সাথে সাথে কমিশনকেও দায়ী করলেন। চাকরি থাকতেও আমাদেরকে পথে বসিয়েছেন, ২০১৪ থেকে ২০২৪ আজও পথে বসে। ধর্ণা মঞ্চে বসে। ঝড় বৃষ্টির রৌদ্রে ,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা