মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
আজ ২৩/০৬/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় সময় সফিকুল ইসলাম শুভ (২৪) কুমিল্লা আসার পথে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ০৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে অবরুদ্ধ করে হাতে থাকা সুইচ গিয়ার ও চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে শরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর নিকট থাকা নগদ ২৭,০০০/- টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। সফিকুল ইসলাম শুভ (২৪) উক্ত ঘটনার এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ মডেল থানার দিক নির্দেশনায় এসআই/মোরশেদ আলম তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত সুইচ গিয়ার এবং অটোরিক্সা উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-৪০,তারিখ-২৩/০৬/২০২৪খ্রিঃ ধারা-৩৯৪পেনাল কোড মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নামও ঠিকানা:-
১। মেহেদী হাসান রাব্বী (২৫), পিং-মৃত মাহে আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-ধর্মপুর হাজীবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
২। কামরুল হাসান রিফাত (২০), পিং-কামাল হোসেন, মাতা সামছুর নাহার মিলন, সাং-সাতরা চম্পকনগর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
৩। মো: আল আমিন (১৯), পিং-কামাল হোসেন, মাতা-মালেকা বেগম, সাং-দৌলতপুর,থানা-কোতয়ালী মডেল জেলা কুমিল্লা।
উদ্ধারকৃত মালামাল:-
(১) একটি TECHNO KE-7. মডেলের মোবাইল ফোন,
(২) ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাড়ে ৯ ইঞ্চি লম্বা ধারালো সুইচ গিয়ার,
(৩) ছিনতাই কাজে ব্যবহৃত একটি ১০ ইঞ্চি লম্বা ধারালো চাকু,
(৪) ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি অটোরিক্সা,
(৫) নগদ ৪,০০০/-টাকা ।