পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জান্নাতুন কানাপাড়া গ্রামের বাসিন্দা আইনুল হকের কন্যা।
রোববার (২৩ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কানাপাড়া গ্রামে এ ঘটনাটি । এবিষয়ে পঞ্চগড় সদর হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন পুকুরের জলে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা শাহিনা বেগম বাড়িতে কাজ করছিল। এদিকে শিশু জান্নাতুন বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পেছনে চলে যায়। একসময় খুজে পাওয়া যাচ্ছিলো না পরে দেখতে পেয়ে
পুকুরের পানিতে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা । পারিবারিক সুত্র জানায়,
তার মাসহ পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জলে ডুবা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে পঞ্চগড় সদর থানা ওসি প্রদীপ কুমার রায় জানান, জলে ডুবে শিশু মৃত্যু অপমৃত্যু দায়ের করা হয়েছে।