মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৪ খ্রি. হতে ০২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৪ খ্রি. হতে ০২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো যথা-(১) রাজশাহী সরকারি সিটি কলেজ, (২) রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ, (৩) রাজশাহী সরকারি মহিলা কলেজ ও (৪) নওহাটা মহিলা কলেজ।
আজ ২৪ জুন ২০২৪ ইং তারিখ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।