আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জুন মাসের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতান হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা প্রমুখ।
এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন ৷